হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব আমেরিকার ২০২২-২০২৪ সালের কমিটিতে
“শেখ ফরিদ সভাপতি ও আমিনুল ইসলাম রিংকন সাধারণ সম্পাদক গত ১৬ অক্টোবর রবিবার নিউইয়কের জ্যামাইকারবখতার কাবাব এন্ড পার্টি হলে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মফিজুর রহমানের সভাপতিত্বে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় । কমিশনের অপর দুই নির্বাচন কমিশনার এবিএম সালেহ উদ্দীন ও নিজাম মফিজুল হোসেইনের উপস্থিতিতে নির্বাচনী সভায় ভোলা ডিস্ট্রিক এসোসিয়েশনের বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন । সভাটি নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার মধ্যদিয়ে অবশেষে প্রধান নির্বাচন কমিশনার মফিজুর রহমান ২০২২-২০২৪ সালের ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ এর ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষনা করেন । খবর বাপসনিউজ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিশনার এবিএম সালেহ উদ্দিন । তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন কমিশনার নিজাম মফিজুল হোসেইন । বিগত কমিটির সদস্যসহ অন্যান্যদের মধ্যে বিদায়ী সভাপতি জিয়া উদ্দীন বাচ্চু উপস্থিত ছিলেন। প্রকাশ থাকে যে গত কয়েকমাস ধরে বিপুল সংখ্যক সদস্যভুক্তির মাধ্যমে বিরামহীন পরিশ্রমের মধ্যদিয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বাচন কমিশন এসোসিয়েশনের একটি পূর্ণাঙ্গ নির্বাচন ঘোষণা করেন ।পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী অবশেষে নির্বাচন সম্পন্ন করা হয় । নির্বাচনে দু’জন সভাপতি প্রার্থীর একজন এমডি মঈন উদ্দিন তার প্রার্থীতা প্রত্যাহার করলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ শেখ ফরিদ সভাপতি নির্বাচিত হন।
২০২২-২০২৪ সালের নতুন কার্যকরী কমিটি মোহাম্মেদ শেখ ফরিদ সভাপতি ,। আবদুর রাজ্জাক শামীম সহ-সভাপতি,
মোহাম্মেদ আক্তার হোসেন সহ-সভাপতি,
মোহাম্মেদ সোহরাব। সহ-সভাপতি
আমিনুল ইসলাম রিংকন। সাধারন সম্পাদক
এমডি মাসুম। সহ-সাধারন সম্পাদক এমডি কামাল উদ্দিন। সহ-সাধারন সম্পাদক
জেএফএম রাসেল। সাংগঠনিক সম্পাদক
এম এ মাসুদ কবির। সহ-সাংগঠনিক সম্পাদক
আবু সাঈদ। কোষাধ্যক্ষ
এমডি সামছুদ্দিন। দপ্তর সম্পাদক
নীরব হোসেন। সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম দুলাল। ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাবু প্রচার সম্পাদক
এমডি মাসুম (ফুলবাগিচা)। সাংস্কৃতিক সম্পাদক
খাঁ এ এম রহমান। আন্তর্জাতিক সম্পাদক
হাসিব রশীদ। ছাত্র বিষয়ক সম্পাদক
আফরিন নাহার তামান্না। মহিলা বিষয়ক সম্পাদিকা
ডাঃ সারমিন আক্তার সহ- মহিলা বিষয়ক সম্পাদিকা আবদুস সাত্তার মামুন। কার্যকরী সদস্য
আবদুর রহমান জুয়েল। কার্যকরী সদস্য আবদুর রহমান জুয়েল। কার্যকরী সদস্য
এমডি মঈন উদ্দিন। কার্যকরী সদস্য
গোলাম মোস্তফা টিটু কার্যকরী সদস্য
এমডি এন মুরাদ কার্যকরী সদস্য হামিদুর রহমান মাসুম। কার্যকরী সদস্য
এমডি মিজানুর রহমান। কার্যকরী সদস্য
বিশ্বজিত দে। কার্যকরী সদস্য
জিএম ফাহাদ। কার্যকরী সদস্য
নীরব মিয়া। কার্যকরী সদস্য
ইমরিয়া হাসিব। কার্যকরী সদস্য
আফতাব এ লিটন। কার্যকরী সদস্য
এমডি আবদুর রাজ্জাক রুবেল। কার্যকরী সদস্য
এমডি আকবর আলী। কার্যকরী সদস্য
এমডি মারুফুল ইসলাম। কার্যকরী সদস্য
মাওলানা মাহমুদুল হাসান। কার্যকরী সদস্য
এনএম মঈনুল ইসলাম। কার্যকরী সদস্য কার্যকরী সদস্য
নবনির্বাচিত এ কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান আগামী ৩০ অক্টোবর রবিবার, সন্ধ্যা ৬টায় নিঊইয়কের গুলশান টেরেস, ৫৯-১৫,৩৭ এভিনিউ, উডসাইড, নিউইয়র্ক অনুষ্ঠিত হবে । এতে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট