কইদিন বৃষ্টি হতে পরে জানালো আবহাওয়া অধিদপ্তর
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে গতকাল রোববার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। আজ সোমবারও ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে সারা দিন বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হতে পারে আগামীকাল। তবে পরদিন বুধবার বৃষ্টি কিছুটা কমে আসবে।আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, রংপুর বিভাগ বাদ দিয়ে আজ সারা দেশেই বৃষ্টি হবে। বৃষ্টি হবে কালও। বুধবার বৃষ্টির রেশ কিছুটা কমে আসবে এবং কিছু কিছু জায়গা বৃষ্টিহীনও থাকতে পারে।আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়ের সম্মুখভাগের প্রভাব, অমাবস্যা এবং বায়ুচাপের পার্থক্যের কারণে এবারের ঘূর্ণিঝড়টির প্রভাব অনেকাংশে বেশি হতে পারে। এর প্রভাবে উপকূলে ছয় ফুটের চেয়ে বেশি উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে।
আজ সকাল ৮টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পায়রা বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দূরে আছে। এটি বাংলাদেশের উপকূলের দিকেই ধেয়ে আসছে। এর প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে।
মোংলা-পায়রায় ৭ নম্বর ও চট্টগ্রাম-কক্সবাজারে ৬ নম্বর বিপৎসংকেত দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি আরও বলা হয়, আজ মধ্যরাতের পরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। দেশের উপকূলীয় জেলা পটুয়াখালী, বরিশাল ও ভোলায় এর প্রভাব অপেক্ষাকৃত বেশি হতে পারে
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট