চাকরি জাতীয়করণের দাবিতে যশোরে বাংলাদেশ গ্রাম পুলিশ সদস্যদের মানববন্ধন
যশোরে চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে গ্রাম পুলিশ সদস্যরা। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন যশোর শাখার উদ্যোগে সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি ইব্রাহিম মোড়ল ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ৮ উপজেলার অর্ধশতাধিক গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।এ সময় নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের আদেশ দেন। ১৯৭৬ সালে পরিপত্র আকারে স্থানীয় সরকার বিভাগ হতে ওই আদেশ প্রত্যেক জেলায় প্রেরণ করা হয়। অথচ ওই পরিপত্র আজ অবধি বাস্তবায়ন হয়নি। সারাদেশে কর্মরত ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য প্রতিমাসে মাত্র ৭ হাজার টাকা করে বেতন পান। যার অর্ধেক সরকারি ভাবে এবং বাকি অর্ধেক ইউনিয়ন পরিষদের থেকে দেয়া হয়। সরকারি অংশ নিয়মিত পেলেও ইউনিয়ন পরিষদের থেকে বেতনের অর্ধেকাংশ নিয়মিত পাওয়া যায় না। এ অবস্থায় মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে চাকরির জাতীয়করণের দাবি জানিয়েছেন তারা
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট