যশোরে আগ্নেয়াস্ত্রসহ আটক এক এসময় অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করে ডিবি
যশোর সদর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার (২৩ অক্টোবর) রাতে যশোর শহরের চাচঁড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করে ডিবি।
গ্রেফতার অস্ত্র কারবারি ইকবাল হোসেন (৪৫) যশোর শহরের চাচঁড়া ভাতুরিয়া দাড়িপাড়া মহর আলী বিশ্বাসের ছেলে।এ বিষয়ে সোমবার (২৪ অক্টোবর) দুপুরে যশোর ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার বলেন, রোববার যশোর শহরের চাচঁড়া পূর্বপাড়া এলাকা থেকে ইকবাল হোসেনকে একটি ওয়ান শুটারগানসহ গ্রেফতার করা হয়। এসময় আসামির দেওয়া তথ্য মতে, রাতেই চাচঁড়া মধ্যপাড়ার মকছেদের পুকুরের উত্তর পাড়ে পুঁতে রাখা আরও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।ডিবির এই কর্মকর্তা বলেন, পরবর্তীকালে ইকবালের দেওয়া তথ্যে তার বসতঘরের খাটের নিচ থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান, দুটি পিস্তল গ্রিপ, ওয়ান শুটারগান তৈরির স্টিলের পাত দুটি, ওয়ান শুটারগান তৈরির ব্যারেল একটি, ওয়ান শুটারগান তৈরির পাইপ চারটি, ব্যারেল পাইপ বড় একটি, ওয়ান শুটারগান তৈরিতে ব্যবহৃত ট্রিগার সদৃশ দুই খণ্ড লোহা, কাটারি দুটি ও একটি হ্যাক্সো ব্লেড উদ্ধার করা হয়।
ডিবির ওসি রূপন সরকার আরও বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে এর আগেও অস্ত্র-মাদকসহ তিনটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় কোতোয়ালি মডেল থানার আরও একটি মামলা রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র তৈরি করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট