স্বাভাবিক হয়েছে হোয়াটসঅ্যাপ
বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে কিছু সময় বিঘ্নিত থাকা হোয়াটসঅ্যাপ পরিষেবা স্বাভাবিক হয়েছে। এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা। খবর খালিজ টাইমসর।মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে হোয়াটসঅ্যাপে তথ্য আদান-প্রদানে সমস্যা দেখা দেয়।ব্যবহারকারীরা জানান, হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করা যাচ্ছে না। তবে সমস্যার কারণ সম্পর্কে হোয়াটসঅ্যাপ (WhatsApp) কর্তৃপক্ষ মেটা কিছু জানায়নি।
মঙ্গলবার দুপুর ১২টা ৭ মিনিটের দিকে ভারতে হোয়াটসঅ্যাপে সমস্যা দেখা দেয়। তবে তার কিছুক্ষণ পরেই দুপুর ১টার দিকে দেশের বিভিন্ন প্রান্তে হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ার খবর পাওয়া যায়। ৬৯ শতাংশ ব্যবহারকারী অভিযোগ করেন, তারা মেসেজ পড়তে পারছেন না, পাঠাতেও পারছেন না। আবার অনেকেই জানিয়েছেন, সার্ভারের সঙ্গে কানেক্ট করা যাচ্ছে না মেসেজিং অ্যাপটি। দেখা যাচ্ছে ইউজাররা মেসেজ পাঠালে হোয়াটসঅ্যাপে একটি টিক চিহ্ন দেখাচ্ছে
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট