হাফিজুর শেখ সম্পাদক প্রকাশোক
সাংবাদিকরা স্বাবলম্বী হবেই সৈয়দ ফজলুল কবীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ই-প্রেস ক্লাব, দুই বাংলার সংগঠন
আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের দুই বাংলা’র (বাংলাদেশ ও ভারতের) উদ্যোক্তাদের সমন্বয়ে এক ভার্চুয়াল মিটিংয়ে আয়োজন করা হয়। ২৩ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮’৩০ মিনিট ও ভারতের সময় রাত ৮’০ টায় সদর দপ্তর বাংলাদেশের পক্ষে সঞ্চালনা করেন ই-প্রেস ক্লাবের কেন্দ্রীয় উদ্যোক্তা, সিলেট বিভাগীয় প্রধান ও ই-প্রেস নিউজ এর নির্বাহী সম্পাদক সাংবাদিক মাসুদ লস্কর এবং ভারতের পক্ষে সঞ্চালনা করেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক আসাদ আলী।
ই-প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর সাহেব এর সভাপতিত্বে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন উঃ ২৪ পরগনার উদ্যোক্তা সাংবাদিক সরবত আলী মন্ডল, দঃ২৪ পরগনার উদ্যোক্তা সাংবাদিক মোঃ মফিজুল ইসলাম, হুজলি জেলার উদ্যোক্তা সাংবাদিক আঃ গাফফার,পূর্ব বর্ধমান জেলায় উদ্যোক্তা সাংবাদিক আনোয়ার হোসেন, উঃ২৪ পরগনার উদ্যোক্তা সাংবাদিক শহীদুর রহমান, মুর্শিদাবাদ জেলার উদ্যোক্তা সাংবাদিক রহমত উল্লাহ।বাংলাদেশ থেকে অংশ গ্রহণ করেন ই-প্রেস ক্লাবের উপদেষ্টা আরিফুল ইসলাম জিয়া, চট্রগ্রামের উদ্যোক্তা সাংবাদিক মাষ্টার কামাল উদ্দিন, নির্বাহী সদস্যও উদ্যোক্তা সাংবাদিক নাজমুল কবির, জামালপুর জেলা প্রধান উদ্যোক্তা ও সাংবাদিক ডা,শফিকুল ইসলাম আজাদ,সভায় চতুর্থ শিল্প বিপ্লব এ নেতৃত্ব প্রদান ও সাংবাদিকদের স্বাবলম্বী করার পদক্ষেপ সংক্রান্ত কার্যবিবরণী উল্লেখ সহ সাংবাদিকদের অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত দুই বাংলার সাংবাদিক নেতৃবৃন্দ। ভারতের প্রতিনিধি গন তাদের নিজ নিজ প্রদেশে ই-প্রেস ক্লাবের অফিস স্হাপন, কমিটি গঠন ও পরিচালনার ব্যাপারে সদর দপ্তর বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর বলেন, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই- প্রেস ক্লাব চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্ব নেতৃত্বের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশে সরকার পরিচালিত বিটি সিএল থেকে epress,com,bd/epressclub,,com,bd/epressindustries,com,bd নামে ডোমেইন ও হোস্টিং বরাদ্দ পেয়েছি।সফটওয়্যার ডেভেলপমেন্ট এর কাজ চলমান রয়েছে। তাছাড়া সাংবাদিকদের একমাত্র মুখপত্র হিসেবে দৈনিক ই-প্রেস নিউজ নামক ইলেকট্রনিক ও প্রিন্ট পত্রিকা প্রকাশের কাজ দ্রুত গতিতে চলছে, শীঘ্রই সারা বাংলাদেশ সহ বহিঃ বিশ্বে প্রত্যেক দেশে সাংবাদিক নিয়োগের বিজ্ঞতি প্রকাশ করা হবে।এ ব্যাপারে সাংবাদিক মাসুদ লস্কর বলেন, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই -প্রেস ক্লাব নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। শীঘ্রই সাংবাদিকরা এর সুফল ভোগ করতে পারবে
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট