মোঃ রাসেল মোল্লা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
রূপগঞ্জে শিক্ষক শাখাওয়াত হোসেনের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত।নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন ভুঁইয়ার মৃত্যুতে গতকাল ২৬ অক্টোবর বুধবার আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল আউয়াল মোল্লা। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহম্মেদ, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, সলিম উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান, জনতা উচ্চা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন প্রমুখপরে মিলাদ, মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত ঘটে।
উল্লেখ্য গত ২৪ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের মৃত্যু হয়৷
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট