মো:সাব্বির হোসেন রনি।গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলায় বদলাগাড়ী গ্রামের ইটের রাস্তা যেনো মানুষের মরণ ফাদ। সাদুল্লাপুর উপজেলায় ৯নং বনগ্রাম ইউনিয়নে বদলাগাড়ী গ্রামের রাস্তা যেনো মানুষের জন্য মরন রাস্তা হয়ে গেছে। ২০১৮ সালে এই রাস্তা তৈরি করে জনগণকে বুঝানো হয়েছে যে চেয়ারম্যান ও মেম্বার এলাকাবাসীর জন্য কাজ করে।কিন্তু এই রাস্তা তৈরি করে এলাকাবাসীর যাতায়াতের জন্য কষ্টকর হয়ে গেছে। এলাকাবাসী জানান, এই রাস্তা ইটের ওপর দিয়ে ১” ইন্সি ডালাই দেওয়ার কথা ছিলো কিন্তু চেয়ারম্যান এর মধ্যে টাকা আত্মসাৎ করে অল্প টাকায় এই রাস্তায় ইট দিয়ে তার উপর অল্প সিমেন্ট আর বেশি বালু দিয়ে রাস্তা পানি ডালাই করে।যার ফলে ১ বছর না যেতে রাস্তা ভেঙ্গে যায়।স্থানীয়রা জানান, বার বার বলার পর ও চেয়ারম্যান ও মেম্বার কোনো কাজ করাননি।৫ বছর হয়ে গেছে এখনো রাস্তা ঠিক করে দেয়নি।আমাদের যাতায়াতের সমস্যা আরো বেশি হয়ে গেছে।মেম্বার বলেন যে আমার এলাকার রাস্তা ঘাট সব মেরামত করা হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট