ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ঘূর্ণিঝড় সিত্রাং এর ভয়াবহ তান্ডব।
ঘূর্ণিঝড় সিত্রাং এর ভয়াবহ তান্ডবে ফরিদপুর জেলার ভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গত (২৪-১০-২২) ইং রাত আনুমানিক ৮.৩০ হঠাৎ ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডব শুরু হয়।
এতে ফরিদপুর জেলার বিভিন্ন স্থানের বাড়ি-ঘর,ফসলের জমি, গাছ-পালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাথে বিদ্যুৎ এর লাইনের উপর গাছ-পালা পড়ার কারেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে। এক দিকে সিত্রাং এর তান্ডব, অন্য দিকে অতিরিক্ত বৃষ্টির কারনে ফসলের জমি পানি নিচে,ফলে ফসলের ব্যাপক ক্ষতি সম্মুখীন হচ্ছে কৃষক।
জানাগেছে নগরকান্দা উপজেলার বিনোকদিয়া গ্রামে (দফাদার পাড়ার) মোঃ জাহিদ, ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে লণ্ডভণ্ড করে ফেলেছে।এতে ঘরে ভিতরে থাকা মালামালের ব্যাপক ক্ষতি হয়।স্থানীয় ব্যাক্তিবর্গ সাংবাদিক দের জানায় জাহিদ অনেক কষ্ট করে আশা সমিতি থেকে ঋন নিয়ে ১ মাস আগে ঘর টি তুলছিলেন,কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে তার শেষ সম্বল ঘরে টি ভেঙ্গে চুরে লন্ডভন্ড করে ফেলেছে। এজন্য বৃত্তবানদের কাছে একটাই আবেদন যদি সম্ভব হয় তা হলে জাহিদ কে সাহায্য করুন।তা হলে সে উপকৃত হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট