মোঃ সফিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় ৫০ বোতল ফেনসিডিল সহ আটক ৩
পাইকগাছায় ৫০ বোতল ফেনসিডিল সহ ২ জন কে আটক করেছে পুলিশ।আটক ফেনসিডিলের মূল্য ৫০ হাজার টাকা বলে পুলিশ জানায়। গত ২৯ অক্টোবর শনিবার রাত ১১টায় তাদের কে আটক করে পাইকগাছা থানা পুলিশ। আটককৃতরা হলেন,উপজেলার চাঁদখালীর শাহাপাড়ার মৃত্যু ইন্তাজ গাইনের ছেলে আঃ রশিদ (৬০) ও সাতক্ষীরার কালিগঞ্জ থানার উজনপুর গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে সেলিম সরদার (৪৫)। পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুকান্ত কর্মকারের নেতৃত্বে এ এস আই শেখ পলাশ ও এ এস আই মনজুরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চাঁদখালী ইউপি’র শাহাপাড়া গ্রামের আঃ রশিদের বাড়ীতে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে ফেনসিডিল বিকিকিন অবস্হায় হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের কাছ থেকে ৫০বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় এ ঘটনার সাথে জড়িত মূল হোতা শাহপাড়া গ্রামের হাজেল গাইনের ছেলে মুকুল গাইন (৪৪) পালিয়ে যায়। অপরদিকে, একইদিন রাত সাড়ে ৯ টায় ২৫ গ্রাম গাজা সহ প্রদীপ মন্ডল (৩০)কে আটক করে এ এস আই মোঃ নাসির উদ্দিন। সে উপজেলার লস্কর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের মৃত প্রসেনের ছেলে। এ ব্যাপারে পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে এবং তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট