মেজবাউল হক,নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে নমুনা শস্য কর্তন ৷নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীন বলেন, দেশের শস্যভান্ডার খ্যাত উত্তরবঙ্গের জেলা নওগাঁ
দেশের খাদ্য শস্য চাহিদার একটা বিশাল অংশ এ জেলা
থেকে রাজধানী সহ বিভিন্ন জায়গায় যোগান দেওয়া হয়
বিশেষ করে ধান ও আমের জন্য নওগাঁ জেলা বিখ্যাত ৷
এ অঞ্চলের মানুষ প্রধানত কৃষি কাজের উপর বিশেষভাবে নির্ভরশীল৷
আর এসব কৃষিজ কাজ দেখভাল করে কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নওগাঁ ৷
কৃষিবিদ ফারহানা নাজনীন আরো বলেন, ইউক্রেন যুদ্ধের পর প্রায় সব দেশেই আগামী দিনগুলোতে খাদ্য সংকটের আশংকা করা হচ্ছে ৷ বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০২৩ সালে বিভিন্ন দেশে দুর্ভিক্ষের যে আশংকা প্রকাশ করেছেন এরই ধারাবাহিকতায় সবকিছু মাথায় রেখে আমি কৃষকদের আমন ধান কাটার সাথে সাথেই একটি দিন নষ্ট না করে বিভিন্ন রবিশস্য চাষের পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছি ৷
আমি কৃষকদের বারী সরিষা ১৪ এবং বারি সরিষা ১৫ রোপনের তাগিদ দিচ্ছি ৷
কারন এই জাতের সরিষা কর্তনের পরই কৃষক বোরো চাষ করতে পারবে ৷ তাতে তাদের জমিগুলো পতিত থাকবেনা এবং বোরো আবাদেও কোন সমস্যা হবেনা ৷
কৃষিবিদ ফারহানা নাজনীন বলেন, আমার সদর উপজেলায় কোন পতিত জমি যেন না থাকে এবং খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে সেই লক্ষেই কাজ করে যাচ্ছি ৷কখনও মোটর সাইকেলে আবার কখনোবা অটোতে চড়ে নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নে কৃষকদের পরামর্শ প্রদান এবং পরিদর্শন করে যাচ্ছি ৷
সরেজমিন দেখা যায় ২৮/১০/ ২২ ইং সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের হারিয়া গাছি গ্রামে উপজেলা কৃষি অফিস, নওগাঁ সদরের উদ্যোগে, আয়োজিত আমন মৌসুমে জলি
আমন, লক্ষী দীঘা (স্থানীয় ) জাতের নমুনা শস্য কর্তন অনুষ্ঠান ৷সেখানে স্থানীয় কৃষক হাসান জামান সিদ্দিকী বলেন পূর্বে আমাদের তালতলী বিলে কোন প্রকার ধান চাষ করা সম্ভব হয়নি ৷
কিন্তু কৃষিবিদ ফারহানা নাজনীনের পরামর্শে আমি বোরো চাষের পরে প্রায় ৭০ বিঘা জমিতে লক্ষী দীঘা, লালদীঘা স্থানীয় জাতের আমন ধান চাষ করি ৷
এই ধান বন্যার পানি সহনীয় ৷
৮-১০ দিন পানিতে ডুবে থাকলেও তেমন ক্ষতি হয়না ৷
৩০ শে জুলাই ২২ ইং ধান রোপন করেছিলাম ৷
বিঘা প্রতি ফলন বেশ ভালো ৷
সদর উপজেলা কৃষি অফিস থেকে সঠিক পরামর্শ ও সেবা পাওয়ার জন্যই আবাদ ঘরে তুলতে পেরেছি তাই ,সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ শামসুল ওয়াদুদ ,অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাজশাহী অঞ্চল ,রাজশাহী ৷
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আবু হোসেন , উপ-পরিচালক
কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁ ৷
উক্ত অনুষ্ঠানের আয়োজক ছিল নওগাঁ সদর উপজেলা কৃষি অফিস, নওগাঁ ৷
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট