মোঃ তরিকুল ইসলাম
চিকিৎসক সহ জনবল সংকট আর চরম অব্যাবস্থাপনায় চলছে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম
# অপরিস্কার খোলা পুকুরের পানি খাওয়ানো হচ্ছে রোগীদের।
# পরিত্যাক্ত ভাঙ্গা জরাজীর্ণ ভবনে চলছে মায়েদের সেবা কার্যক্রম।
# বন্ধ রয়েছে ল্যাব টেষ্ট সহ এক্সে কার্যক্রম।
# ১৯ জনের বিপরীতে ডাক্তার আছে ৪ জন।
# ডেপুটি হিসাবে ১০ জন ডাক্তারের যায়গা আছে ৫ জন।
# সংস্কার কাজ ৯৫% শেষ হলেও মান নিয়ে আছে প্রশ্ন।
সরেজমিনে হাসপাতালে প্রবেশ করলে দেখা যায় নাগরিকদের জন্য তথ্য প্রদানের বোর্ড গুলো অস্পষ্ট হয়ে পরে আছে।কতৃপক্ষের সঠিক ব্যাবস্থাপনার অভাবে পানির তীব্র সংকট সৃষ্টি হয়েছে।দীর্ঘদিন ধরে অপরিস্কার খোলা পুকুরের পানি খাওয়ানো হচ্ছে রোগীদের।এতে করে ডায়রিয়া আক্রান্ত ও অন্যান্য রোগীরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে।সরকারি পানির লাইনটিও ত্রুটির কারনে বন্ধ আছে।ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে প্রাপ্ত সৌর চালিত সাপ্লাইটির ব্যাটারী চুরি হওয়ার পরে ঠিক না করে ফেলে রাখায় পরে আছে অপরিত্যাক্ত অবস্থায়।খোলা যায়গায় তৈরি হয়েছে ঝোপঝাড় আর এর মধ্যে কোয়াটার ভবন গুলোও হয়ে আছে জরাজীর্ণ।এ তো গেল বাহিরের পরিবেশ।
ভিতরে গেলে আঁতকে ওঠার মতো অবস্থা ২০২০ সালের ৩১শয্যার ঘোষিত পরিত্যাক্ত ভাঙ্গা জরাজীর্ণ ভবনে মারাত্মক ঝুঁকি পূর্ণ অবস্থায় মায়েদের সেবা কার্যক্রম চালানো হচ্ছে।এছাড়াও হাসপাতালে কোন মেডিক্যাল টেকনোলজিষ্ট ল্যাব না থাকায় কোন রোগীর ল্যাব টেষ্ট হচ্ছে না।নেই আধুনিক এক্সরে মেশিন।জেনারেটরে তেল সংকট সহ নানা সমস্যায় পরে আছে বন্ধ ফলে বিদ্যুৎ চলে গেলে রাতে তৈরি হয় ভূতুড়ে পরিবেশ।এম্বুলেন্সে পার কিলোমিটারে আসা-যাওয়া বাবদ ২০ টাকা নির্ধারণ করা থাকলেও রোগীদের কাছ থেকে বেশি নেওয়ার অভিযোগ আছে।তবে কর্তৃপক্ষ ভবনের সমস্যার বিষয়াদি স্বাস্থ্য প্রকৌশলী বিভাগে একাধিকবার চিঠি দিয়েছেন বলে জানাযায়।
লক্ষাধিক জনগণের স্বাস্থ্যসেবার জন্য ২৯ জন ডাক্তারের স্থলে টিএইচএ এবং আরএমও সহ কাগজপত্রে রয়েছে মাত্র ৬ জন ডাক্তার কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা।কারন এর মধ্যে ২ জন ডাক্তার আছে অ-অনুমোদিত অনুপস্থিত।অনুসন্ধানে দেখা গেছে টিএইচএ এবং আরএমও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যাস্থ থাকেন সেক্ষেত্রে উপস্থিত ডাঃ জাকারিয়া ও ডাঃ আ.স.ম মাহামুদুল আলোম চিকিৎসা সেবা দিয়ে থাকেন।এছাড়াও ২৯ জনের মধ্যে কনসেন্ট ১০ জন সেবা দেওয়ার কথা থাকলেও ডেপুটি হিসাবে দায়িত্বে আছে ডাঃজিনিয়া,ডাঃজান্নাতুল,ডাঃহুমাইয়ারা পারভীন,ডাঃ রাসেল মোস্তাফিজ, ডাঃমোস্তাফিজুর রহমান স্বাধীন সে হিসাবে ২৯ জনের মধ্যে ১৯ পদের বিপরীতে সাধারণ জনগন সেবা পাচ্ছে মাত্র ৪ জনের।বাকি ১০ জনের বিপরীতে সেবা পাচ্ছে ৫ জনের তাও নিয়মিত নয়। এতে করে ১ লাখের বেশি জনসংখ্যার জন্য কতটুকু চিকিৎসা সেবা নিশ্চিত হচ্ছে ভাবার বিষয়।৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতি হলেও আগের লোকবল দিয়েই চলছে সেবা কার্যক্রম।স্টাফ নার্স ৩০ জনের ৩ জন বিএসসি ট্রেনিং এর জন্য খুলনায় আছেন,মাতৃসনদ ছুটিতে আছেন ২ জন।এছাড়াও মিডওয়াইফারী ৬ জনের ১ জন আছে মাতৃসনদ ছুটিতে।২ জন আয়ার ১ জন ডেপুটেশনে চিতলমারীতে রয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানাযায়,এখানে ল্যাব টেকনোলজিষ্টের ৩ টি পদের সবগুলোই রয়েছে খালি।মাঠকর্মী ২৫ জনের জায়গায় রয়েছে ১৫ জন।এইচ আই পদে ২ টির একজনও নেই।এ এইচ আই পদে ৫ জন থাকার কথা থাকলেও আছে ৩ জন।এমএলএসএস পদে ৪ জন থাকার কথা থাকলেও আছে ২ জন।ওয়ার্ড বয় পদে ৩ জন থাকার কথা থাকলেও ১ জনের পদ শূন্য।সবমিলিয়ে ৬০ এর অধিক পদে জনবলের সংকটে রয়েছে।হাসপাতালের কিছু কিছু কর্মকর্তা কার্যক্রম ভালো চলছে বল্লেও বাস্তবে বহুবিধ সমস্যা নিয়ে প্রায় অচলাবস্থায় রয়েছে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।রোগীরা পাচ্ছে না প্রকৃত সেবা ফলে আসপাশের বেসরকারি ক্লিনিক সহ দুর দুরান্তে চিকিৎসার জন্য দৌড়ঝাঁপ করতে হচ্ছে তাদের।সেবার মান ভালো না থাকায় বর্তমানে রোগী শূন্য অবস্থায় দেখা যায়।
এছাড়াও হাসপাতালের পুরাতন ভবন রিপিয়ারিং এর ৯৫% কাজ শেষ হয়েছে জানালেও সেখানে গিয়ে দেখা যায় বাজেট অনুযায়ী কাজে অনেক ঘারতী রয়েছে।পুরাতন জানালা,দরজা গ্রীলে রং করে ব্যাবহার করা হয়েছে।
বিষয়ের বিস্তারিত জানার জন্য,টিএইচএ ও আরএমও কাউকে হাসপাতালে পাওয়া যায় নি।তাদের সম্পর্কে খোঁজ নিয়ে জানাযায়, টিএইচএ ১ মাসের অর্জিত ছুটিতে আছেন এবং আরএমও ৫ দিনের ট্রেনিংএ আছেন।তবে আরএমও ডাঃ মনি সংকর পাইকের সাথে ফোনে কথা হয় তিনি বলেন,আমার কাছে কাজের সিডিউল আছে আমি ট্রেনিং শেষে আসলে দেখাতে পারবো।আমি সহ উপজেলা চেয়ারম্যানের নিজস্ব লোক কাজের ফলোআপ করছেন।আমরা কাজ এখনো হেন্ডওভার করিনি অর্থাৎ কাজ শেষ হয়নি।যেখানে যেখানে সিসিউল ব্যার্থ হয় অবশ্যই সেখানে ধরা হবে।কোথাও ব্যার্তয় হলে আবার নতুন করে করা হবে।সংস্কারের বাজেট সম্পর্কে তিনি বলেন,সম্ভবত ৩৫ লাখের বেশি।অন্য কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ট্রেনিং এর ভিতরে থাকায় বিস্তারিত বলতে পারছি না তবে ট্রেনিং শেষে আসলে বিস্তারিত বলতে পারবো।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট