মোঃ শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ
নিখোঁজের ১০ দিন পর শিশুর মরদেহ উদ্ধার। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন ১০ নং শান্তিরাম ইউনিয়নের পাঁচ গাছি শান্তিরাম ফোরকানিয়ায় নিখোঁজের ১০ দিন পর বাড়ির পাশের একটি ধান খেত থেকে নাইম মিয়া (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ( ১২ নভেম্বর) দুপুর বেলা এক কৃষক তার জমির ধান খেত দেখতে গিয়ে শিশু নাইমের অর্ধগলিত মরদেহটি দেখতে পান। পরে কৃষক নাইমের পরিবারের লোকজন কে খবর দেয়। পরে পরিবারের লোকজন পুলিশ কে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে শিশুর মরদেহ উদ্ধার করে । নাইম মিয়া ঐ গ্রামের মোঃ আনিছুর রহমানের ছেলে। শিশুর মরদেহ উদ্ধার করার পর এলাকায় চলছে নানান গুঞ্জন। বিভিন্ন সূত্রে জানা গেছে – গত(৩ নভেম্বর) সকাল ১০ ঘটিকার দিকে গাইবান্ধা – সুন্দরগঞ্জ মহা সড়কে খেলাধুলা করতে যায় এবং সেখান থেকেই নিখোঁজ হন। নিখোঁজের পর তাকে বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। খুঁজে না পাওয়ায় গত (৩ নভেম্বর) নাইমের বাবা সুন্দরগঞ্জ থানায় একটি জিডি করেন। এবং পরের দিন শিশুটির সন্ধানের জন্য সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করেন। শিশু নাইমের পিতার অভিযোগ – দীর্ঘদিন যাবত আমাদের ভাগি শরিকদের মাঝে জমি জমা নিয়ে বিরোধ চলেছে। এ বিষয়ে থানায় ও আদালতে মামলা ও হয়েছে। অনেক দিন থেকে আমার ভাগি শরিকরা হত্যার হুমকি ধামকি দিয়ে আসছে। আমার সন্দেহ তাঁরাই এ হত্যা কান্ড ঘটিয়েছে। বিষয়টি খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখার মোকাদ্দেম তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে এসে শিশুর মরদেহটি উদ্ধার করেন। পুলিশ জানায় – মৃত নাইমের মাথায় আঘাতের দাগ রয়েছে। এবং গলায় কলা গাছের শুকনো ডাল দিয়ে বেধে রাখা রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে যে এটি একটি হত্যা কান্ড। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট