কলমে : এস এম মনি সরকার
তারিখ : 13/11/2022
সুন্দর তরতাজা দেহের
কতই না আদর,
বাসী পচা ফুলের কেউ
করে না তো কদর।
ফুলদানিতে শোভা বর্ধন করে
সুন্দর তরতাজা ফুল,
সোহাগের অভিনয়ে ফুল দিতে
কেউ করে না তো ভুল।
কত ফুল ঝরে যায় অকালে
বাসী হওয়ার আগে,
জীবনে কি পায় ওরা
তাই, ভীষণ কষ্ট লাগে।
অকালেই ঝরবে যদি
কেন তবে নিলো জন্ম,
বক্ষ জুড়ে ছিলে যার
কষ্ট তো তার আজন্ম।
মাতৃ ক্রোড় খালি করে
গেলি কোথায় ওরে,
ফিরে আয় তোর শূন্য কুঠিরে
মা যে রইতে নারে ঘরে।
অভিমান করে থাকিস না ওরে
মায়ের হাহাকার শুনে যাস,
মায়ের আকুলি বিকুলি কান্না
শুনতে কি নাহি পাস ?
একবার যদি ধরতে পারি
ছাড়বো না আর কিছুতেই,
সর্বক্ষণই রইবো পাহারায়
রইবো পিছু পিছতেই।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট