আমি একজন মানুষ অবস্থান আছে সমাজে আমার-
তুমি ভাবোনি তা কদাচিৎ করুণায় আত্ম অহংকারে,
আমি রোজ করি প্রার্থনা কম করে হলেও পাঁচ বার-
তোমার প্রতি নেই যে কোন অভিযোগ তাঁর দরবারে!
আমি মানুষ হতে চাই! এ বাসনায় তপস্যায় রপ্ত-
করি কাজ আপন মনে নিবেদিত করে আপনাকে,
ভুল কাজ অনুশোচনা বোধ করে আমায় অনুতপ্ত-
খুঁজিনা মোহে ফাঁকি দিতে কাউকে জীবনের বাঁকে !
আমার কাজ আমাকে চলতে শেখায় পথ চলা-
কিভাবে নিজেকে নিয়োজিত করতে হয় কর্মে,
শেখায় কাজের পরিসীমায় যত ন্যায় কথা বলা-
কাজের মাঝেইতো মানুষ মনোনিবেশ করে ধর্মে !
তুমি বোঝনি আমায়! চাওনি বুঝতে কে আমি-
চাকচিক্যের সম্ভাবনায় আমি অবহেলিত একজন,
তোমার প্রতি সম্মান বোধে জানি মহিয়সী তুমি-
আমার ভাবনায় ভাবি…তুমিতো ভাবোনি স্বজন!
সময় যাবে বয়ে; গড়িয়ে যাবে কাল গতানুগতিক-
মহত্বে হতে চাই বিলীন! জয় করে সকল কিছু,
তোমায় মহানুভবতা রোজ প্রকাশিত হোক চতুর্দিক-
সদা সর্বদা ধরে রেখো আমায় তোমার প্রতি পিছু…
যাক সকল কথা; তোমায় বুঝতে পারিনি বোধে-
তাইতো আজও বলতে পারিনি তোমাকেই মন চায়,
মোহের টানে নয়তো; ভালোবাসার দ্বীপ্ত অনুরোধে-
বেলা শেষে কোন একদিন তুমি বুঝবে আমায়……
📝📝লিপিবদ্ধঃ ২০শে অক্টোবর’২০২২ইং
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট