স্টাফ রিপোর্টার (পাবনা থেকে)
অসহায় ফরিদের পাশে আজ কেউ নেই!
বলছি পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পবাখালী গ্রামের মৃত আব্দুস সোবাহান সরদারের মেঝো ছেলে মোঃ ফরিদ সরদার (৪০)এর কথা। করিমন গাড়ী চালিয়ে ও লোকের বাড়ী কাজ করে জীবিকা নির্বাহ করেন ২ সন্তানের জনক ফরিদ সরদার।
গত বছর করিমন চালাতে গিয়ে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পুঙ্গু হয়ে যান ফরিদ সরদার।
নিজের নাম মাত্র জমি বিক্রি করে ও আত্মীয় স্বজন এবং এলাকাবাসীদের সহযোগিতায় পরপর কয়েকটি অপারেশন করেন।
অপারেশন করতে করতে তিনি সর্বশান্ত হয়ে যান।
পায়ে রড ঢোকানে ও বের করতে হয় একাধিক বার।
এখন তিনি দাড়াতেও পারেন না।
রাতের বেলায় ঘুমাতেও পারেন না যন্ত্রণায়!
তারপর আবার অপারেশন করা স্থান থেকে মাঝে মাঝে পুঁজ বের হয়।
সরকারী ভাবেও কোন পৃষ্ঠপোষকতা জোটেনি তার হতভাগা কপালে। এলাকার সচেতন নাগরিক
পাবনা জজ কোর্টের অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ ফরিদ সরদারের অসহায়ত্বের খোঁজ নিয়ে এই প্রতিবেদনটি প্রকাশ করতে সহযোগিতা করেন।
পরিবারের উপার্জনক্ষন কোন ব্যক্তি নেই যে তার সংসারের দায়িত্ব নেবে।
প্রতিদিন কয়েকশত টাকার ঔষধ খেতে হয়।
তার পর আবার দুই সন্তানের একটি তিন বছর বয়সী সন্তান বুদ্ধি প্রতিবন্ধী।
ফরিদ সরদারের অসহায়ত্ব তাকে জীবনের দুর্বিষহ পরিস্থিতি দান করেছে।
তার সাথে কথা বলে জানা যায় যে, মৃত্যুই এখন তাকে এহেন পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে।
না পারছে কোন কাজ করতে, না পারছে লোকের কাছে হাত পেতে কিছু জোগাড় করতে।
সরকারের উর্ধতন কর্তা মহল
সমাজের বিত্তবান সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করছি অসহায় ফরিদ সরদারের চিকিৎসার দায়িত্ব ও পরবারটিকে মাথা গুঁজে টিকে থাকার মত ব্যবস্থা করে দিতে এতটুকু আন্তরিক হতে!
অসহায় পুঙ্গু ফরিদ সরদার স্ত্রী সন্তান নিয়ে যাতে কোন মত বেঁচে থাকতে পারে সেই দিকে আমাদের বিবেক প্রসূত নজর দেওয়া উচিত।
হয়তো ফরিদ সরদার স্ত্রী সন্তান নিয়ে বাঁচলে আমাদের জন্য দোওয়া করতে পারবে তিন বেলা তিন মুঠো খেয়ে। একটা ঠেলা গাড়ী হলেও সে তাতে চড়ে নড়াচড়া করতে পারতো।
ফরিদ সরদারের সাথে কথা বলতে ও সহযোগিতার জন্য তার পার্সোনাল বিকাশ নম্বর দিয়ে রাখলাম!
প্রয়োজনে কথা বলতে পারেন।
01306 960 897.
সকলের সহযোগিতায় বেঁচে যেতে পারে কয়েকটি জীবন ও একটি পরিবার।
আমাদের শুভ কামনা থাকবে ফরিদ সরদারের অসহায়ত্ব থেকে মুক্তির জন্য।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট