কুমিল্লা থেকে এস এম মনি সরকার।
কুমিল্লার ব্রাক্ষণপাড়ার মোতাহের হোসেন(২৮) নামে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গতকাল ২৫ নভেম্বর দুপুর ঢাকা – কুমিল্লা মহাসড়কের ইলিয়টগঞ্জ নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মোতাহার হোসেন ব্রাহ্মণপাড়া থানার ধান্যদৌল গ্রামের (কালামুরিয়া) গ্রামের হাজী আবুল হাশেম এর ছেলে।
নিহতের ভাই গিয়াস উদ্দিন জানান, আমার ভাই মোতাহার হোসেন পারিবারিক কাজে ঢাকা থেকে বাড়ি আসছিল। এসময় ঢাকা – কুমিল্লা মহাসড়কের ইলিয়টগঞ্জ নামক স্থানে একটি লরি (ট্রাক) পেছন দিক থেকে ধাক্কা দিলে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। গুরতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত মোতাহার হোসেনের ব্যক্তিগত জীবনে স্ত্রী, ছোট ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট