বিশেষ প্রতিনিধি
মোঃ সফিয়ার রহমান,
পাইকগাছায় খুলনা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রয়াত দু’শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহয়তা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সকালে পৌরসভা জিরোপয়েন্ট এ খুলনা মটর শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক জাহিদ হাসান বিপ্লব এর সভাপতিত্বে অর্থ সহয়তা পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬( পাইকগাছা-কয়রার) সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু,তৈয়েবুর রহমান,মিনিবাস মালিক সমিতির সদস্য সচিব কাউন্সিল গফফার মোড়ল, জেলা মটর ইউনিয়নের সহ-সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু মৃধা, কোষাধ্যক্ষ কাজী আলিম ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক নুর আলী,কোষাধ্যক্ষ সাইদুল সহ বাবুর ভুইয়া মিথুন মধু সহ অনেকে। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রয়াত মটর শ্রমিক ভোলা গাজীর স্ত্রীর কাছে ১ লাখ ও মুকুন্দ দাশের স্ত্রীর কাছে নগদ ৪০ হাজার টাকা তুলে দেন। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সমন্বয় সভার প্রস্তাবনা মতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক-বিপ্লব
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্যানেল মেয়র সহ শ্রমিক নেতবৃন্দের উপস্থিততে শিববাটী ব্রীজের নীচে পরিদর্শন করে দ্রুত গাড়ী পারকিং করতে সম্মত হয়েছেন।
প্রেরক-
মোঃ সফিয়ার রহমান
পাইকগাছা (খুলনা)-
মোবাইল:০১৭১২-৩৩৩১৯৫
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট