কলমেঃ প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
চলনবিল, পাবনা।
✍️✍️
আমি নগন্য অতি সাধারণ লোক
নেই কোন কিছুতেই প্রবল ঝোক,
সাদা মাটা চলি আমি ঢিলে ঢালা
হয়নি ইচ্ছে কখনো পড়তে মালা!
বাসিনি ভালো কাউকে কোন দিন
হয়নি প্রেমে কারো প্রতি কোন ঋন,
দেখেছি অনেকেরে এই চর্ম চোখে
কাটে এখনও কাল যে আমার শোকে!
পাবো কিনা ভালোবাসা ভাবিনি তা কভুও
স্বপ্ন ডাকে আমাকে পাত্তা দেইনা তবুও,
হয়তো হবো মানুষ একজন সফল কর্মে
থাকবেনা পালনে আমার ত্রুটি কোন দিন ধর্মে!
আমিও একদিন দেখাবো তোমাদের ভালোবেসে
সেদিন করো যত প্রশ্ন আমায় সন্ধিচ্ছু প্রয়াসে,
সাফল্যের হাতে খড়ি হবে ধরে আমার হাত
বইবে সেদিন উচ্ছ্বাসিত পরিবেশে রাঙা প্রপাত!
হবো সফল সেদিন ভালোবেসে তোমাদের
চাইনি ভালোবেসে হতে যে প্রেমিক ঢের,
হবো কর্মে সংসারী; যাচিত ধ্যান ধারনায়
আপন কর্ম সমাপ্ত হলে কে আর কাকে চায়……
(২রা ডিসেম্বর’২০১৮ইং)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট