মো:সাব্বির হোসেন রনি।
নিজস্ব প্রতিবেদন।
শনিবার বিকাল চারটায় কবি ও সাহিত্যিক রৌনকা আফরুজ সরকার বুকে মারাত্মক ব্যাথা অনুভব করেন এবং পরে নিজ বাসায় সেন্সলেস হয়ে যান। এখন সেন্স ফিরলেও তার অবস্থা খুব বেশ ভালো না। রবিবার সকালে তাঁকে ঢাকা সি এম এইচ নেওয়া হবে।এবং সেখানে ভর্তি করা হবে তাকে। রৌনকা আফরুজ সরকারের জন্য দেশবাসী দোয়া করবেন। এবং তিনি যেনো খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।তাই সবাই তার জন্য দোয়া করবেন প্লিজ।
তার লেখা অনেক বই বাজারে বের হয়েছে, তার কবিতা গুলো অসাধারণ। তার কিছু কবিতা বইয়ের নাম দেওয়া হলো।
১,ভালোবাসা এক মহাকাব্য,
২,স্বাধীন ভাষায় স্বাধীনতার কথা,
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট