আপু মনি কে উৎসর্গ করলাম
লেখক ঃ মোস্তফা মামুন
তাংঃ ০৪/১২/২২
আপু তোমার সুস্থ তা খোদার কাছে চাই,
যার চেয়ে ক্ষমতা আর কারও কাছে নাই।
খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আসো,
আগের মতোই লেখ আর দেশকে ভালো বাসো।
তোমার জন্য করি দোয়া হাত তুলিয়া আমি,
আপুকে আমার সুস্থ কর মহান আল্লাহ তুমি।
ভালো লোকের হাতে তুমি দেশটা তুলে দাও,
জ্ঞানী গুণী বুদ্ধি মানদের আপন করে নাও।
ভালো রেখ সবসময় আপন করে বুকে,
ছায়া হয়ে পাশে থেকো সুখে কিংবা দুখে।
সব বিপদে ধৈর্য দিও সহিবার শক্তি,
কাল হাশরে ক্ষমা করে দিও প্রভু মুক্তি।
সকল গুনাহ মাফ করিয়া জান্নাত করিও দান,
সঙ্গে নিয়ে যেতে দিও আমল ও ঈমান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট