হাফিজুর শেখ সম্পাদক ও প্রকাশক
মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শায় কাশিপুর ও ব্যাংদা সীমান্তে বিজিবির শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুর ও ব্যাংদা সীমান্ত এলাকার অসহায়ম গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সীমান্তের কাশিপুর ও ব্যাংদা হাইস্কুল মাঠে ৩০০ গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ৩৫৫ জন নারী-পুরুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।শুরু হবে ২০২২-১২-১৭, ২১:০০, খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল রাইয়ান
লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, দুই সীমান্তবর্তী এলাকায় গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়। যথাযথ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করে এ ক্যাম্প পরিচালনা করা হয়। এছাড়া চিকিৎসা সেবাগ্রহীতার মাঝে প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট