___________🖊️ মনি সরকার
জীবন একটা অলিখিত উপন্যাস
যার প্রতিটি পাতায় খুব নিখুঁতভাবে
লেখা রয়েছে আমাদের সাথে ঘটে যাওয়া
প্রতিটি ঘটনার নির্ভুল ও বাস্তব কাহিনী।
যেই উপন্যাসের কোনো কোনো পাতা
সাজানো হয়েছে নিষ্ঠুর বাস্তবতা দিয়ে
আবার কোনো কোনো পাতা সাজানো
জীবনের রঙিন কোনো স্বপ্নের পূর্ণতা নিয়ে।
জীবনের উত্থান পতন সবকিছুই আছে
জীবন নামের এই অলিখিত উপন্যাসে।
কোনো কোনো পাতা উল্টে আমরা
মনের অজান্তেই আপনমনে হেসে উঠি
আবার কোনো কোনো পাতায় চোখ পড়লেই
মনের গহীনে থাকা কষ্টগুলো জেগে উঠে।
অনবরত রক্তক্ষরণ হতে থাকে পুরোনো ক্ষত থেকে।
এই উপন্যাসটা কখনও লেখা হবেনা।
কখনও মেলানো যাবেনা উপন্যাসের শেষ পাতাটা।
কখনও প্রকাশিত হবেনা এই উপন্যাসটা।
কিন্তু মনের কোণে প্রজ্জ্বলিত শিখার মতোই
জ্বলজ্বল করছে উপন্যাসের প্রতিটি পাতা।
যখনই আমরা একলা একা নিভৃতে নিরালায়
চুপটি করে বসি,
তখনই উপন্যাসটা মেলে পড়তে শুরু করি
খুব আগ্রহ নিয়ে পড়ি এই উপন্যাসের প্রতিটি পাতা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট