1. admin@dailykhoborpadmasetu.com : admin :
  2. admin@popularhostbd.com : PopularHostBD :
কবিতাঃ কুয়াশায় ঢাকা এ শহর - দৈনিক খবর পদ্মা সেতু
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

কবিতাঃ কুয়াশায় ঢাকা এ শহর

কলমেঃ মোল্লা মোহাম্মদ আলী ক্লে
  • প্রকাশিত: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে

কলমেঃ মোল্লা মোহাম্মদ আলী ক্লে

তারিখঃ ১৬/১২/২০২২ ইং (রচনা কাল)

কুয়াশার চাদরে মোড়ানো এ শহর
মানুষের হৃদয় আজ হয়ে গেছে কহড়।
নাই কোন ভালোবাসা নাই দয়া-মায়া
মানুষ যেন হয়ে গেছে ভুতেদের ছায়া।
ময়লা জমে আছে মানুষের মনে
ঝগড়া বিবাদ তারা করে সারাক্ষণে।
মা-বাবা ভাই-বোন আত্মীয় সজন
কেউ আজ কারো কাছে নেই তো আপন।
স্বার্থ নিয়ে আজ সমাজে হয় খুনা- খুন
বাবা-মাকে মানে না কেউ ভাই কেবা বোন।
মানুষের মন থেকে উঠে গেছে লাজ
স্বার্থ ছাড়া আজ করেনা কেউ কাজ।
আধো আলো আধো ছায়া সেও ছিলো ভালো
দিন শেষে কিছু হলেও পেতাম তো আলো।
আলো দেখার আশা শেষ কুয়াশায় আচ্ছন্ন
মানুষ আজ হয়ে গেছে অতিবো জঘণ্য।
স্বার্থ স্বার্থ আজ স্বার্থ চাই সবে
স্বার্থে স্বার্থতা বলো সাঙ্গ হবে কবে।
নতুন সূর্য উঠে কুয়াশাকে রুখবে,
কুয়াশার বুক চিরে আলো আবার ঢুকবে।
মানুষের মন থেকে মুছে যাবে ময়লা উঠে যাবে জং
সমাজ আর দেশ আবার ফিরে পারে রঙ।
এমন প্রত্যায় নিয়ে কুয়াশার মাঝে আজো এক ঝাঁক পাখি
দিন রাত্রি যাচ্ছে লড়ে ঘুমায় না তাদের আঁখি।
নতুন সূর্য আবার উঠবে ভেসে এটাই ওদের আশা
বিশ্ব ফিরে পাবে আবার মানবতার ভালোবাসা।
সকল কুয়াশা ছিন্ন করে সূর্যের হবে জয়,
সত্যরা সব উঠবে হেসে মিথ্যার হবে ক্ষয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews