1. admin@dailykhoborpadmasetu.com : admin :
  2. admin@popularhostbd.com : PopularHostBD :
"ওরা তাকবীরে পায় ভয় " - দৈনিক খবর পদ্মা সেতু
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

“ওরা তাকবীরে পায় ভয় “

এস এম মনি সরকার
  • প্রকাশিত: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে

মোল্লা মোহাম্মদ আলী ক্লে

নারায়ে তাকবির আল্লাহু আকবর শুনে যার গা জ্বলে
মনে রেখো সে মুসলিম নয় ইহুদি নাছাড়ার দলে।

আল্লাহু আকবার ধ্বনী শুনে যার মনেতে জ্বলে আগুন
মুসলিম নয় মোনাফেক সে ইসলামের দুশমন।

যারা মুসলিম ঘরে জন্ম নিয়ে তাকবীরে পায় ভয়
ওরা আর যাই হোক খোদারকসম মুসলিম সে নয়।

ওদের জন্মের মাঝে ভেজাল আছে রক্তে আছে দোষ
বিশ্বাস যদি নাই হয় তবে নিয়ে দেখো ওর খোঁজ।

ওরা মুসলিম নামের লেবাস ধরে ইয়াহুদীর চাটে পা
ওদের অন্তর পঁচে গোলে গেছে মনেতে বিষম ঘাঁ।

নারায়ে তাকবির আল্লাহু আকবার মুছে দিতে যারা চায়
তাদের জান প্রাণ ঐ দেহের মায়া এতোটুকু কি নাই?

ওরাও জানে তাকবির দিয়েই ইসলামের যতো জয়
তাই তাকবির শুনে শরীরে কাঁপন মনেতে জাগে ভয়।

ওরা ইতিহাস জানে উহুদ, বদর খন্দকের জয় কথা
তাই তাকবির ধ্বনি শুনলে ওদের মাথা করে ব্যথা।

তাকবির শুনে ওদের পিতা নমরুদ- ফেরাউন ধ্বংস
শেষ জামানায় এরাও যে ঐ আবু-জেহেল এর বংশ।

আল্লাহতালা এদের ব্যাপারে কোরআনে এরশাদ করেন
নিজেরাই এদের ধরতে পারবেন কোরআন যদি বুঝে পড়েন।

সাবধান থেকো মোনাফেক থেকে মুমিনকে আল্লাহ বলে
হইনি মুসলিম আপনাদের আছি কাফেরদের ওরা বলে।

আমরা তো শুধু ঠাট্টা করতে মুসলিম বেশ ধরি
ফতোয়ার পরে ফতোয়া দিয়ে ইমান ধ্বংস করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews