মোঃ তপু শেখ
গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার
গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) জনাবঃ শেখ ফিরোজ আহম্মেদ স্যার
আজকের এই দিনে ফিরোজ স্যার জি.টি স্কুল থেকে তার চাকরি জীবন শেষ করে।
১৫ ই জানুয়ারি ২০১৮ সালে ৫ বছর আগে ফিরোজ স্যার তার চাকরি জীবন শেষ করে।
দীর্ঘদিন যাবৎ তিনি এই বিদ্যালয়টিতে শিক্ষকতা করেছেন। তার জীবনের বেশিরভাগ সময়ই সে এই বিদ্যালয়টিতে কাটিয়েছেন। ফিরোজ স্যারের হাত ধরেই স্কাউটের কার্যক্রম শুরু হয় জি.টি স্কুলে।
শুধু তাইনয় টুঙ্গিপাড়া উপজেলায় সর্বপ্রথম স্কাউটিং কার্যক্রম শুরু হয় ফিরোজ স্যারের মাধ্যমেই।
তিনি বাংলাদেশ স্কাউট টুঙ্গিপাড়া উপজেলার সাবেক সম্পাদক ছিলেন।
বিজয় দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় যে সকল প্রোগ্রাম এবং স্কাউটের- অন্ডে ক্যাম্প, বিদ্যুৎ ক্যাম্প, উপজেলা সমাবেশ ক্যাম্প, জেলা সমাবেশ ক্যাম্প, আঞ্চলিক ক্যাম্প এছাড়াও জি.টি.স্কুলের শিক্ষার্থীদের স্কাউটের বড় বড় স্কাউটিং ক্যাম্পিং তার মাধ্যমেই হয়।
স্যার অত্যান্ত ভালো মনের মানুষ ছিলেন। তিনি এই বিদ্যালয়ের একজন প্রিয় শিক্ষক ছিলেন এবং স্যারের স্কাউটের অবদান, এবং স্মৃতি এখনো রয়েগেছে আমাদের বিদ্যালয়টিতে এবং শিক্ষার্থীদের মাঝে।
জি.টি স্কুলে স্কাউটিং করেছে ফিরোজ স্যারের যে শিক্ষার্থীরা তারা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন এবং ভূমিকা পালন করছেন।
২০১৮ সালের ১৫ ই জানুয়ারি তৎকালীন দশম শ্রেণীর শিক্ষার্থীরা ২০১৯ এস.এস.সি ব্যাচ তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে, জনাবঃ শেখ ফিরোজ আহমেদ স্যারের বিদায় সংবর্ধনা দিবসে প্রিয় শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা, শুভেচ্ছা এবং শুভকামনা রইল।
এইতো কিছুদিন আগেই জি.টি.সরকারি উচ্চ বিদ্যালয় এর (১৯৮৪-২০১৯) প্রাক্তন স্কাউট সদস্যরা ফিরোজ স্যারকে নিয়ে গত ২৫-১২-২০২২ তারিখে স্কাউট পুনর্মিলনী অনুষ্ঠানের আয়েজন করে এবং তা সফল ভাবেই সম্পুর্ন হয়।
এ পুনর্মিলনী অনুষ্ঠানের স্লোগান ছিলো-
প্রিয় মুখের ভিড়ে” প্রাণের উচ্ছ্বাসে”
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট