চার্জার ভুলে যাওয়ার সমস্যা থেকে মুক্তি দিতে পারে সোলার মোবাইল চার্জার। এর সাহায্যে সৌরশক্তিতেই চার্জ দেয়া যাবে মোবাইলের ব্যাটারি।
তাড়াহুড়োয় বাড়ি থেকে বের হওয়ার সময় চার্জার নিতে ভুলে যাওয়ার ঘটনা হরহামেশাই ঘটে। তখন আবার বাড়িতে দৌড়াতে হয় চার্জারের জন্য। কখনো কখনো সময় স্বল্পতায় তা আর করা হয়ে ওঠে না। তখন মোবাইল নিয়ে একপ্রকায় চিন্তায় পড়ে যান ব্যবহারকারীরা।
এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে সোলার মোবাইল চার্জার। এর সাহায্যে সৌরশক্তিতেই চার্জ দেয়া যাবে মোবাইলের ব্যাটারি। এটি ব্যবহারে দরকার পড়ে না বিদ্যুতের। সূর্যের আলোতেই ব্যাটারি চার্জ করা যাবে। জেনারেটর কিংবা ইনভার্টারের আলাদা করে কোনো প্রয়োজন পড়বে না। এর ফলে বিদ্যুৎ বাঁচানো সহজ হবে অনেক।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট